টমাস টুখেলের কোচিংয়ে বদলে যাওয়া চেলসি উপহার দিল দারুণ গোছানো ফুটবল। শুরুর ধাক্কা সামলে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াল বটে, তবে তা যথেষ্ট হলো না। মূল্যবান একটি অ্যাওয়ে গোল নিয়ে ফিরল অল ব্লুজরা। যা সেমিফাইনালের ফিরতি লেগে দলটিকে অনেকাংশে এগিয়ে রাখবে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে প্রতিযোগিতাটির রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। গোটা ম্যাচ জুড়ে চেলসির আধিপত্য থাকলেও গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত মাদ্রিদ থেকে জয় নিয়ে ফেরা হয়নি ইংলিশ ক্লাবটির।