‘রাস্তার অবস্থা দেখছেন, লকডাউন চললেও শত শত মানুষ। যানবাহনের জট, পুলিশের চেকপোস্ট, মোবাইল কোর্ট গেল কোথায়? মার্কেট ও শপিংমল তো খুলল, গণপরিবহন আর বাকি থাকবে কেনো, ওটাও খুলে দিক, ষোলকলা পূর্ণ হবে।’
মঙ্গলবার (২৭এপ্রিল) রাজধানীর মহাখালী ওভার ব্রিজে যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকারের চালক পাশের আরেক গাড়ির ড্রাইভারের কথাপকথন এটি। জবাবে পাশের গাড়ির চালক হেসে বলে উঠেন ‘হ! ওস্তাদ গণপরিবহন ছাড়াই তো ঢাকা পুরোনো চেহারায় ফিরে আইছে’।