অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

সংবাদ প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ১৩:৩৮

নড়াইল সদর হাসপাতালের অর্থ আত্মসাতের ঘটনায় হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল শনিবার নড়াইল স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করেছেন। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত বলেন, আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছি।


এর আগে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুর শাকুর নড়াইল সদর থানায় ১৪ এপ্রিল অভিযোগ দায়ের করেন। আবদুর শাকুর বলেন, ‘৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাতের ঘটনায় হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৬৫৩।’ এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন জানান, ‘সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক টাকা আত্মসাতের ঘটনায় একটি অভিযোগ করেছেন। আমরা অভিযোগটিকে জিডি হিসেবে গ্রহণ করে দুদকে পাঠিয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us