করোনা তাণ্ডবে পুরোপুরি জেরবার গোটা ভারত। এই সময়ে সহমর্মিতা নিয়ে ভারতের পাশে দাড়িয়েছে পুরো বিশ্ব। কিন্তু একই সাথে সবাই আশংকায় আছে করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট কোনভাবে যদি নিজ দেশে ছড়িয়ে পরে। এবার সেই আশংকাকে সত্যি প্রমাণ করে ইতালিতে পাওয়া গেল করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট।
সোমবার (২৬ এপ্রিল) ইতালীয় কর্তৃপক্ষ নিজ দেশে করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট পাওয়ার খবরটি নিশ্চিত করেছে। সম্প্রতি ভারতে থেকে এক বাবা-মেয়ে ইতালিতে আসার পর তাদের শরীরে এই ভ্যারিয়ান্ট পাওয়া যায়। এর আগে গত মাসে ইতালির আরেক জায়গায় আরেকটি ঘটনা পাওয়া গিয়েছিলো। তখন থেকেই করোনা আক্রান্ত দেশগুলো সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ইতালি।