ঝিনাইদহের কালীগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিক থেকে সদ্যপ্রসূত কন্যাসন্তান চুরি হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এক অপরিচিত নারী বাচ্চাটিকে নিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শিশুটি কালীগঞ্জ পৌরসভাধীন বলিদাপাড়ার ইজিবাইক চালক মনিরুল ইসলামের সন্তান। নবজাতক হারিয়ে যাওয়ার পর স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন এবং ক্লিনিক মালিকের ওপর হামলা করেন।