বন্ধ ঘোষণার পরও সারাদেশে প্রথম ডোজের টিকা নিয়েছেন হাজারেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদফতর থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে আজ (২৬ এপ্রিল) থেকে প্রথম ডোজের টিকাদান বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়। এরপরও রাজধানীসহ সারাদেশে এক হাজার ৩১ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন।
টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৪০ জন এবং ৩৯১ জন নারী। সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে প্রথম ডোজের টিকা নেন ৪২৩ জন।