করোনা প্রতিরোধক ‘জায়নামাজ’ নিয়ে এলো ইন্দোনেশিয়া!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ১২:২৮

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধক জায়নামাজ তৈরি করেছে ইন্দোনেশিয়া। দেশটির পূর্ব জাভার ৫ পুচাং সুরাবায়া শহরের ওয়ারদাতুল উম্মাহ মোহাম্মাদিয়া স্কুলের শিক্ষার্থীরা মুসলমানদের নামাজকে সহজ করতে ‘সাজানা’ নামে একটি করোনা প্রতিরোধক জায়নামাজ তৈরি করেছে।’ খবর মোহাম্মাদিয়া ডটওআর ডটআইডি (MUHAMMADIYAH.OR.ID)।


জায়নামাজগুলো ব্যবহারে নরম হলেও করোনাভাইরাস সংক্রমণে উচচ ঝুঁকিও রয়েছে। মূলত জায়নামাজগুলো নরম হলেও প্লাস্টিক দিয়ে তৈরি। যা সহজেই ব্যাকটেরিয়া ও ভাইরাসমুক্ত করতে তাৎক্ষণিক জীবাণুনাশক স্প্রে দ্বারা মুছে পরিস্কার-পরিচ্ছন্ন করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us