বিদ্যুৎ খাতে সিস্টেম লস, চুরি, ওভারলোড ও বকেয়া বিল ঠেকাতে প্রি–পেইড মিটার বসানোর উদ্যোগ নিয়েছিল বিদ্যুৎ বিভাগ। কিন্তু গত ফেব্রুয়ারি পর্যন্ত এক দশকের বেশি সময়ে দেশের প্রায় চার কোটি বিদ্যুৎ গ্রাহকের মধ্যে ১০ শতাংশের কাছে পৌঁছেছে প্রি–পেইড মিটার। দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন।