মেধাসম্পদ মানুষের মস্তিস্ক থেকে ধারণা হিসেবে বের হয়ে একটি দৈহিক বস্তুতে মিশে যায়, যা ব্যক্তি বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই)সহ অন্যান্য প্রতিষ্ঠানের অর্থনৈতিক সুবিধা সৃষ্টি এবং এগুলোর বিদ্যমান সম্পত্তিতে মূল্য বাড়িয়ে সম্পদে পরিণত হয়। বাংলাদেশে এসএমই এমন একটি প্রতিষ্ঠান, যা সর্বোচ্চ ৩০০ লোককে নিয়োগ, অনধিক ৫০ কোটি টাকার মূলধন বিনিয়োগ এবং যা উৎপাদন ও পরিষেবাভিত্তিক ব্যবসায়ের কাজ করতে পারে। প্রকৃতপক্ষে এসএমইগুলোর সংখ্যা প্রায় ৭ দশমিক ৮ মিলিয়ন, যা দেশের মোট ব্যবসায়ের ৯৯ শতাংশেরও বেশি এবং যা জিডিপিতে প্রায় ২৫ শতাংশ অবদান রাখে। জনশক্তি ও মূলধন দিয়ে একটি এসএমই ব্যবসা পরিচালনা, পণ্য উৎপাদন বা পরিষেবা-সরবরাহ সম্পর্কে নির্দিষ্ট ধারণা নিয়ে অগ্রসর হয়।