কারাবন্দী হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। এসব মামলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ২৬ এপ্রিল বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হত্যার উদ্দেশ্যে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে হওয়া মামলার সংখ্যা হলো ২০টি।
আজ রোববার রাজধানীর পল্টন থানায় আবাব আহমেদ রজবী ও মো. রুমাম শেখ নামের দুই ব্যক্তি বাদী হয়ে মামলা দুটি করেন। দুটি মামলায়ই হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুলকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা জুনায়েদ আল হাবিব ও নাসির উদ্দিন মনিরকেও আসামি করা হয়েছে।