পৃথিবীতে যতগুলো ফুটবল দল বা ক্লাব রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা সমর্থকগোষ্ঠীও আছে। সবাই এক দল বা ক্লাব সমর্থন করেন না, এটা সম্ভবও নয়। ফলে নানা ক্লাবের সমর্থকদের মধ্যে ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা, ঝগড়াঝাঁটির কমতি নেই। কিন্তু অনেক সময় দেখা যায়, নিজের পছন্দের দল বা খেলোয়াড়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অন্য দলের খেলোয়াড় বা সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়, ঘৃণা ছড়ানো হয়, লেপ্টে দেওয়া হয় বর্ণবাদের কালিমা। এর বেশির ভাগ হয় অনলাইনেই, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ফুটবলের মতো দুর্দান্ত খেলার মর্যাদা ক্ষুণ্নই করে।