সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়ার্ডে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলার উপর হামলা, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরজু সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক ও মিরপুর এলাকার হযরত আলীর ছেলে।