শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার খবরে রাজধানীমুখী মানুষের ভিড় লেগেছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। স্বল্প পরিসরে চলাচলকারী ফেরি ও ট্রলারে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে ভিড় করছেন তারা।
গণপরিবহণ বন্ধ থাকায় অন্য যাত্রীরা পড়ছেন বিপাকে। কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলোর। বাধ্য হয়ে লোকজন মোটর সাইকেল, প্রাইভেটকার, ভ্যান, রিকশাসহ বিভিন্ন বাহনে ছুটছেন ঢাকার পথে।