করোনায় আক্রান্ত মায়ের সুস্থতার জন্য নিজের পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মুখে অক্সিজেনের মাস্ক পরিয়ে মোটরসাইকেলে করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা ওই ছেলেটি এখন করোনা পজিটিভ। ছয় দিন চিকিৎসার পর মা সুস্থ হলে বিজয়ীর বেশে সেই মোটরসাইকেলেই শুক্রবার সকালে মাকে নিয়ে বাড়ি ফেরেন জিয়াউল হাসান টিটু। মায়ের সেবা করতে গিয়ে ছয় দিন হাসপাতালের করোনা ওয়ার্ডে ছিলেন জিয়াউল হাসান টিটু। রাতে করোনা ওয়ার্ডের কেবিনের মেঝেতে ঘুমাতে হয়েছিল তাকে। করোনা ওয়ার্ডে থাকার কারণে এবং মায়ের সেবা করায় টিটু করোনা আক্রান্ত হন। মা রেহেনা পারভীন, ছেলে জিয়াউল হাসান টিটু ও ছোট ভাই রাকিব হাসান ইভান শনিবার সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অ্যান্টিজেন টেস্ট করান। মায়ের ও ছোট ভাইয়ের প্রতিবেদন নেগেটিভ এলেও টিটু করোনা ‘পজিটিভ’। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল ফোন করে টিটুকে এ খবর জানান।