করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে চলছে সরকারঘোষিত বিধি-নিষেধ। এমন পরিস্থিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা। আবার কেউ কেউ রয়েছেন ছাঁটাইয়ের আতঙ্কে। বিভিন্ন সেক্টরে আর্থিক প্রণোদনাসহ সহায়তার নানা উদ্যোগ থাকলেও এসব শ্রমিকদের জন্য রয়েছে শুধুমাত্র ‘সমন্বয়’ এর উদ্যোগ।
জানা গেছে, গত বছরের ২৬ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে রফতানিমুখী শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধির শর্ত মেনে পরিচালনার দিকনির্দেশনা দেওয়া হয়। কিন্তু বিদেশি ক্রেতাদের অনাগ্রহে অনেকটা অচল হয়ে পড়ে অধিকাংশ রফতানিমুখী কারখানা। তবে বছরের শেষ দিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কিছুটা ছন্দ ফিরলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকটা নাজুক অবস্থায় পড়েছে এসব প্রতিষ্ঠান।