কোভিড-১৯: টিকার মেধাস্বত্ত্ব ছাড়ের চাপ বাইডেনের ওপর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ১৪:৫৬

করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় দরিদ্র্য দেশগুলোতে দ্রুত ও সহজে টিকাদান কর্মসূচি চালাতে সাময়িকভাবে মেধাস্বত্ত্ব ছাড় দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ বাড়ছে।


‘নৈতিকতার’ দিক বিবেচনায় শুক্রবার আইনপ্রণেতা ও অলাভজনক গোষ্ঠীর পক্ষ থেকে বাইডেনের কাছে এমন একটি আবেদন করা হয়েছে, যাতে ২০ লাখ মানুষের স্বাক্ষর রয়েছে।


এর আগে যুক্তরাষ্ট্রের একদল সেনেটর, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও সেখানকার প্রায় ১০০ সদস্য এবং ৬০ জন প্রাক্তন রাষ্ট্র প্রধান ও ১০০ জন নোবেল পুরস্কার বিজয়ী একই আবেদন জানিয়ে প্রেসিডেন্ট বাইডেনের কাছে চিঠি দেন।


সেনেটর বার্নি স্যান্ডারস বলেন, যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থেই যত দ্রুত সম্ভব যত বেশি সংখ্যক মানুষের টিকাপ্রাপ্তি নিশ্চিত করার চেষ্টা করতে হবে, যাতে ভাইরাসের বিবর্তনের সুযোগ কমে যায়। তা না হলে যুক্তরাষ্ট্রেও হয়তো আবারও কড়া লকডাউন আরোপের মতো পরিস্থিতি দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us