ব্রাহ্মণবাড়িয়ায় শহরে চলছে একের পর এক পুকুর ভরাটের প্রতিযোগিতা। জেলা শহরের অধিকাংশ পুকুর ইতোমধ্যে ভূমিদস্যুরা ভরাট করে দখলে নিয়েছে। এসব ঘটনায় অভিযোগ দিলেও জনবল না থাকা ও অফিস বন্ধ থাকার অজুহাতে নীরব ভূমিকা পালন করছে পরিবেশ অধিদফতর। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা ঝড়।
অভিযোগ উঠেছে, জেলা শহরের পাইকপাড়ায় পুরাতন কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্বপাশে রাম ঠাকুর মন্দিরের ৮১ শতাংশের একটি পুকুর রয়েছে। ইতোমধ্যে পুকুরটির পশ্চিমাংশের অট্টালিকা নির্মাণ করে দখলে নেয়ার চেষ্টা করছে একটি চক্র। পুকুরের ২৫ শতাংশ স্থানীয় রাম ঠাকুর মন্দিরের এবং অবশিষ্ট ৫৬ শতাংশ ব্যক্তিমালিকানায় রয়েছে। পুকুর বা জলাশয় ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ হলেও পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভরাট করে পুকুরের অংশ বেচাকেনার পায়তারা চলছে।