বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদর সহ ১৬ ইউনিয়নে খাবার পানির তীব্র সংকট চলছে। সুপেয় পানির লাগাতার এ সংকটের কারনে ডায়রিয়া সহ নানা পেটের পিড়ায় ভূগছে শত শত পরিবার। এ সংকট নিরসনে কোন উদ্যোগ না থাকায় সমস্যা আরো প্রকট হচ্ছে।
উপজেলা পৌর সদরের অর্ধ লক্ষাধিক লোকের একমাত্র খাবার পানির উৎস থানার পুকুর। থানার পুকুরের খনন কার্য কয়েক মাস ধরে চলছে। এজন্য সেচ দিয়ে পুকুরের পানি সরিয়ে ফেলা হয়েছে। আর এ কারনেই পৌরবাসী খাবার পানির চরম সংকটে ভুগছে। পার্শ্ববর্তী প্রশাসন চত্বরে আরো দুটি পুকুর থাকলেও একটির পানি তলানিতে। অপর পুকুরের পানি নষ্ট হয়ে নীলবর্ণ ধারণ করেছে। পানি থেকে গন্ধ পাওয়া যাচ্ছে।