শোকের ছায়া বলিউডে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে মারা গেলেন অভিনেতা অমিত মিস্ত্রি।
‘কেয়া কহেনা’, ‘এক চল্লিশ কি লাস্ট লোকাল’, ‘৯৯’, ‘আ জেন্টেলম্যান’, ‘শোর ইন দ্য সিটি’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন অমিত। গত বছর অ্যামাজন প্রাইমের ‘বন্দিশ ব্যান্ডিটস’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাঁকে। হিন্দির সঙ্গেই গুজরাতি ছবিতেও পরিচিত মুখ চিলেন অমিত।