স্বাস্থ্যবিধি মেনে লকডাউনে শুটিং করতে বাধা নেই। তবে সতর্ক থাকতে অনেক নির্মাতা ও অভিনয়শিল্পীরা শুটিংয়ে অংশ নিচ্ছেন না। কেউ কেউ এ সিদ্ধান্ত নিয়েছিলেন লকডাউনের পর। কেউবা আগেই জানিয়েছিলেন যে শুটিং করবেন না। ফলে বড় তারকাদের কাজ করার কথা ছিল, এ রকম প্রায় ২০০ নাটকের শুটিং বাতিল হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, এসবের বেশির ভাগ নাটক প্রচার হওয়ার কথা পবিত্র ঈদুল ফিতরে।
এর মধ্যেও শুটিং চলছে। অভিনয়শিল্পীদের অনেকে সহকর্মীদের কাছ থেকে খবর নিয়ে জানতে পেরেছেন, শুটিং ইউনিটে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। মেকআপ নেওয়া, শুটিং করা, বাড়ি থেকে স্পটে যাওয়া-আসায় সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। কারণ, শুটিং করতে গেলে ছাড় দিয়ে কাজ করা যায় না। তাই ঘরবন্দী অভিনয়শিল্পীরা করোনা সংক্রমণ পরিস্থিতি বুঝেই কাজে ফিরতে চান।