বাংলাদেশে নভেল করোনাভাইরাসের টিকার সংকট দেখা দিয়েছে। দেশে যত মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, তাদের যথাসময়ে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। ফলে জোরেশোরে শুরু হওয়া এই আলোচনা এখন সর্বত্র। এই আলোচনা আরও উসকে দিয়েছে বেক্সিমকো ফার্মার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া চিঠি। বেক্সিমকো ফার্মা ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, মোট ছয় মাসে সরকারকে তিন কোটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড সরবরাহ করার কথা। কিন্তু, জানুয়ারিতে ৫০ লাখ এবং ফেব্রুয়ারিতে ২০ লাখ ডোজ টিকা সরবরাহ করে বেক্সিমকো। এরপর ফেব্রুয়ারিতেই বিশ্ব সংবাদমাধ্যমে টিকা রপ্তানিতে ভ