ধরিত্রী পুনরুদ্ধার ও বিশ্বনেতৃত্বের জলবায়ু শীর্ষ সম্মেলন

কালের কণ্ঠ বিধান চন্দ্র দাস প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ১১:৫৩

মাতা ধরিত্রীর বুকে সর্বনাশা মহামারির প্রবল তাণ্ডব চলছে। বিশ্বব্যাপী উষ্ণায়ন আর বাস্তুতাত্ত্বিক অবনয়নজনিত অভিঘাত সহায়তায় কভিড-১৯ রীতিমতো সংহার মূর্তি ধারণ করেছে। জাতি-ধম-বর্ণ-নির্বিশেষে মানুষের জীবনে নেমে এসেছে চরম দুঃসময়। উষ্ণায়ন, বাস্তুতাত্ত্বিক অবনয়ন আর কভিড-১৯-এর ত্রিমুখী ঝঞ্ঝায় মাতা ধরিত্রীর অবস্থা আজ টালমাটাল হয়ে উঠেছে। প্রকৃতির প্রতিশোধ বিষয়টি মগজ থেকে আমরা একপ্রকার বের করেই দিয়েছিলাম। দিনের পর দিন ধরে পরিবেশের প্রয়োজনীয় উপাদানগুলোকে প্রায় ধ্বংস করে ফেলেছি। সুখ সুখ নামক খেলায় আমরা মত্ত হয়ে উঠেছিলাম। কভিড-১৯ আমাদের চৈতন্যে চাবুক মেরে দেখিয়ে দিল প্রকৃতি আর পরিবেশ বিরুদ্ধতার পরিণাম। এই মহামারি আগামী দিনে আরো বড় কোনো বিপর্যয়ের পূর্বাভাস—এই সতর্কবার্তা বুঝতে ব্যর্থ হলে ধরিত্রীর বুকে মানুষের অস্তিত্ব এক চরম সংকটে উপনীত হবে। জাতিসংঘ বলছে, প্রকৃতির বিরুদ্ধাচরণ আত্মহত্যারই নামান্তর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us