পৃথিবীর সর্ব দক্ষিণের মহাদেশ অ্যান্টার্কটিকার পর এবার হিমালয় পর্বতমালায়ও পৌঁছে গেছে করোনাভাইরাস। সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অভিযানে যাওয়ায় এক অভিযাত্রী করোনায় সংক্রমিত হয়েছেন।
নেপালের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভ্রমণ ম্যাগাজিন দ্য আউটসাইডের এক প্রতিবেদনে জানায়, করোনায় আক্রান্ত অভিযাত্রী বেস ক্যাম্পে (১৭ হাজার ৬০০ ফুটেরও বেশি উচ্চতায়) ছিলেন। তিনিসহ আরও দুই পর্বতারোহীর করোনার লক্ষণ দেখা দিলে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। পরে তাদের একজনের করোনা শনাক্ত হয়।