রোগীর চাপ বেড়েছে রাজধানীর মহাখালীর ডেডিকেটেড করোনা হাসপাতালে। এখন সেখানে ১২৪ জন রোগী আইসিইউ ও জরুরি বিভাগে ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ৭৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল কর্তৃপক্ষ এসব কথা জানিয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এসব কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে উদ্বোধনের চার দিন পরও হাসপাতালটিতে জনবলের সংকট আছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। তিনি বলেন, রোগীর চাপ অনেক বেশি আছে। ১২৪ রোগী আইসিইউ ও ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি আছেন। আজ আরেকটি জরুরি ওয়ার্ড বাড়ানো হয়েছে। এটি দুপুর থেকে চালু হবে।