টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষিদ্ধ হতে পারে দক্ষিণ আফ্রিকা!

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ১৯:৩৩

আবারও ক্রিকেটবিশ্বে নিষিদ্ধ হওয়ার হুমকিতে আছে দক্ষিণ আফ্রিকা। দেশটির সরকার ও ক্রিকেট বোর্ডের মধ্যে মতানৈক্য চরমে উঠেছে। এটা মোটেও ভালোভাবে নিচ্ছে না আইসিসি। খুব দ্রুত এই অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করা হতে পারে। এবার দেশের ক্রিকেটকে বাঁচাতে মুখ খুললেন তিন অধিনায়ক।


দক্ষিণ আফ্রিকার চলমান সঙ্কটকে সামনে রেখে আইসিসির থেকে সম্ভাব্য স্থগিতাদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন দেশটির ৩ অধিনায়ক ডিন এলগার, টেম্বা বাভুমা এবং ড্যান ভ্যান নিকার্ক। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খায়া জোন্ডো সাক্ষরিত বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, বর্তমান অচলাবস্থার সমাধান না হলে দক্ষিণ আফ্রিকা অক্টোবরে-নভেম্বরে ভারতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us