পূবালী ব্যাংকের এমডি-সিইও পদে শফিউল আলম খান চৌধুরী

বার্তা২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ১৬:১৩

বাংলাদেশের ব্যাংকিং জগতের বিশিষ্ট ব্যাক্তিত্ব শফিউল আলম খান চৌধুরী পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিযুক্ত হয়েছেন। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক এমডি-সিইও পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পূর্বে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশে আধুনিক ব্যাংকিং জগতের অন্যতম সৃজনশীল ব্যক্তিত্ব শফিউল আলম খান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ব্যাংকিং সেক্টরকে নিজের পেশা হিসাবে বেছে নেন এবং ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে  নির্বাচিত হয়ে শিক্ষানবীশ সিনিয়র অফিসার পদে পূবালী ব্যাংকে যোগদান করেন। তিনি সুদীর্ঘ প্রায়-চার দশকের পেশাগত স্বচ্ছতা, বাস্তব অভিজ্ঞতা, সততা ও দক্ষতার মাধ্যমে উদ্ভাবনী, সৃজনশীল, আধুনিক, প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং সেক্টরে অনবদ্য অবদান রেখে পূবালী ব্যাংক লিমিটেডের শীর্ষতম পদে নিযুক্তি লাভের গৌরব অর্জন করেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে একই ব্যাংকে পেশাজীবনের সূচনা করে থেকে শীর্ষতম পদে অধিষ্ঠিত হওয়ার শফিউল আলম খান চৌধুরীর উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ পেশাজীবনের প্রমাণবহ এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অনন্য দৃষ্টান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us