যে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছিল সেই দেশ এখন মৌলবাদী শক্তির উত্থানের কারণে সহিংসতায় পূর্ণ হতে চলেছে। অথচ করোনা সংকটের মধ্যে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উদযাপন করছি। এদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্বব্যাপী পরিচিত কেবল তাঁর সততা ও সাহসী ভূমিকার জন্য।
মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের কল্যাণে তাঁর রাজনীতি পরিচালিত হচ্ছে। আশ্চর্যজনক হলো তাঁর কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে মৌলবাদী শক্তি তারই রাষ্ট্রনীতির বিরুদ্ধে মানুষকে উস্কানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিচ্ছে।