রাজাপুরে রোগী রাখার জায়গা নেই হাসপাতালে

মানবজমিন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০০:০০

করোনার প্রাদুর্ভাবের মধ্যে ঝালকাঠির রাজাপুরে ব্যাপকভাবে ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন প্রায় ৬০ থেকে ৮০ জন করে বাড়ছে ডায়েরিয়ায় আক্রান্তের সংখ্যা। হাসপাতালের বেডে জায়গা না থাকায় রোগীরা ঠাঁই নিয়েছেন হাসপাতালের মেঝেসহ আশপাশের বারান্দার মেঝেতে। হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি দেখা দিয়েছে আইভি স্যালাইনের চরম সংকট। ৫০ শয্যা বিশিষ্ট রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০ জন ডায়রিয়ার রোগী ভর্তি হচ্ছেন। যার কারণে বর্তমানে হাসপাতালের মেঝেতেও   রোগী রাখার জায়গা নেই। কয়েকদিন যাবৎ ডায়েরিয়া তীব্র আকার ধারণ করেছে। ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে যারা আসছে তারা তীব্র পানি স্বল্পতা নিয়ে আসছে। তাদের সকলের শরীরে আইভি স্যালাইন লাগাতে হচ্ছে। এতো পরিমাণে আইভি স্যালাইন হাসপাতালে সরবরাহ নেই। ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে যারা স্বাস্থ্য কেন্দ্রে আসছে তারা বেশিরভাগ গরিব ও নিম্ন আয়ের। ঝালকাঠির সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আইভি স্যালাইন সংকটের বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যেই স্যালাইন সংকট সমস্যার সমাধান হবে। ডায়েরিয়া একটি পানিবাহিত রোগ। এ থেকে রক্ষা পেতে বার বার হাত ধুতে হবে, টিউওবয়েলের পানি ব্যবহার করতে হবে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের মাহমুদ জানান, কিছুদিন ধরে অতিরিক্ত বেড়েছে ডায়েরিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৬৫ জন ডায়েরিয়া রোগী ভর্তি হয়েছেন। এর আগের দিন প্রায় ৮০ জন রোগী ভর্তি হয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন গড়ে ১০০ জনেরও বেশি রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। আমরা খাবার স্যালাইন পর্যাপ্ত পরিমাণে দিতে পারতেছি। অতিরিক্ত রোগী হওয়ায় আমরা পর্যাপ্ত পরিমাণে আইভি স্যালাইন দিতে পারতেছি না। সরকারের যে দপ্তর থেকে আমাদের আইভি স্যালাইন পাওয়ার কথা সেখান থেকেও আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না। এমনকি আমাদের স্বাস্থ্য কেন্দ্রের স্টাফদের বেতনের টাকায় কিনতে চাচ্ছি তাও ডিপো থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে দিতে পারছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us