হাতে, কাঁধের নিচে, বুকে ধারালো অস্ত্রের পোঁচ। হাঁ হয়ে থাকা ক্ষততে সেলাই পড়েছে সদ্য। সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের ছোট ফটকের কাছে একটা চেয়ারে এমন আঘাত নিয়ে প্রায় অচেতন অবস্থায় রোববার বিকেলে বসেছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাব্বী হোসেন শুভ। এক মাস অজ্ঞাত জায়গায় আটকে রেখে অপহরণকারীরা তাঁর ওপর নির্যাতন চালিয়েছে বলে পরিবারের অভিযোগ।
আজ রোববার রাব্বীকে নিয়ে পরিবারের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সাম নে আসেন বিচারের দাবিতে।