দিনাজপুর জেলায় এবারেও টমেটোর বাম্পার ফলন হয়েছে। ফলনে কৃষকরাও খুশি। কিন্তু লাভজনক ফসল হলেও করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগের কারণে টমেটো আবাদ করে দাম না পেয়ে হতাশ দিনাজপুরের চাষিরা।
লকডাউনসহ বিভিন্ন কারণে পরিবহনে ভাড়া বেশি ও বাইরের ব্যবসায়ীদের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। প্রতিদিনই পাইকারী বাজারে দাম কমছে। দুদিন আগেও যে টমেটো বিক্রি হয়েছে গাবুড়া হাটে ৪০০-৬০০ টাকা মণ, সেই টমেটো রবিবার বিক্রি হয়েছে ২৫০-৩০০ টাকা মণ।