সর্বাত্মক লকডাউনে নাগরিক চলাচল নিয়ন্ত্রণের কারণে ভোগান্তি হলেও বিগত দিনগুলোতে ঢাকায় চোখে পড়েনি চিরচেনা জ্যামের চিত্র। জরুরি সেবার আওতাধীন যানবাহনগুলো বাদে ব্যক্তিগত গাড়ি আর রিকশার দখলেই আছে ঢাকার রাস্তা। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ নাগরিকদের খুব একটা ঘরের বাহির হতে দেখা যায়নি।
তবে রোববার (১৮ এপ্রিল) সকাল থেকে রাজধানীর চিত্র অনেকটাই পালটে গেছে। রাস্তায় চোখে পড়েছে সাধারণ মানুষের উপস্থিতি, প্রাইভেট কার, ব্যক্তিগত ও ভাড়ায় চালিত মোটর বাইক, অল্প সংখ্যক সিএনজিসহ রিকশার আধিক্য ছিলো উল্লেখ করার মতো। যেন ট্রাফিক দাঁড়ালেই নগরে জ্যাম লেগে যাবে!