চলমান বিধিনিষেধে মুভমেন্ট পাস ছাড়াই চলাচল করতে পারবেন দেশের আইনজীবীরা। তাদের পরিচয়পত্র থাকলেই চলবে। রোববার (১৮ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতর থেকে পুলিশ চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওয়ারলেসে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, আইনজীবীদের চলাচলে মুভমেন্ট পাসের প্রয়োজন নেই। মুভমেন্ট পাস ছাড়াই চলাচল করতে পারবেন। তবে তাদের সংশ্লিষ্ট পরিচয়পত্র ব্যবহার করতে হবে।