হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত সুতাং ব্রিজটি বিগত প্রায় দশ বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত বছর পৌনে পাঁচ কোটি টাকার টেন্ডারে নির্মাণ কাজ শুরু হলে করোনার প্রভাবে থমকে যায় কাজ। পরে চলতি বছরের শুরু থেকে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। প্রথমে ধীরগতিতে কাজ হলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নির্মাণ কাজে গতি ফেরে৷
প্রথমে ঠিকাদার শ্রমিক দিয়ে হাতুড়ির সাহায্যে ব্রিজ ভাঙার কাজ শুরু করেন। মাস দেড়েক এভাবে কাজ করার পর ঢাকা থেকে বুলডোজার এনে ব্রিজ পুরোপুরি ভাঙার কাজ শেষ করেছেন। মোটামুটি ভালো গতিতে কাজ চলতে না চলতেই এবার ঠিকাদারের বিরুদ্ধে পুরাতন ব্রিজের রড বিক্রি করার অভিযোগ উঠেছে।