করোনার মধ্যেও চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বেড়েছে চীনের কয়লা উৎপাদন। গত বছরের একই সময়ের তুলনায় দেশটির কয়লা উৎপাদন বেড়েছে ১৬ শতাংশ। শীতের তীব্রতায় অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা বৃদ্ধি এবং শিল্প-কারখানাগুলোর কার্যক্রম ত্বরান্বিত হওয়ায় দেশটিতে জ্বালানি পণ্যটির উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রয়টার্স।
দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) শুক্রবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিল্পপ্রধান দেশটির কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ কোটি ৫৬ লাখ টনে।