মানিকগঞ্জের শিবালয়ে পুলিশের উদ্যোগে পানি সংকট থেকে মুক্তি পেয়েছে ৩০০ পরিবার। মানুষের পানির চাহিদা মেটাতে নিজস্ব অর্থায়নে মোটর বসিয়ে থানার পুকুর ভরছে পুলিশ। সেই পানি মোটর দিয়ে বাসা-বাড়িতে তুলে দৈনন্দিন কাজে ব্যবহার করছে মানুষ। থানার পুকুরটিই এখন তাদের পানির একমাত্র উৎস।
ঐতিহ্যবাহী আরিচা ঘাট নিয়ে গঠিত মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১০ হাজার মানুষের বসবাস। কিন্তু দীর্ঘদিন ধরে পানি সংকটে ভুগছেন এখানকার বাসিন্দারা। টিউবওয়েলগুলোতে মাত্রাতিরিক্ত আয়রন আর আর্সেনিক।