আসন্ন বাজেট নিয়ে প্রত্যাশা

কালের কণ্ঠ ড. সালেহ উদ্দিন আহমেদ প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ১০:০৫

বাজেট শুধুই সরকারের অর্থ সংগ্রহ ও ব্যয়ের বিষয় নয়। সামগ্রিক অর্থে একটি অর্থবছরে রাষ্ট্রের আর্থিক নীতি ও কৌশলের সমন্বয় হচ্ছে বাজেট। সরকারি-বেসরকারি, ছোট-বড় সব খাত এবং জাতীয় জীবন থেকে ব্যক্তিজীবন—সব কিছুর ওপরই বাজেটের প্রভাব পড়ে। সুতরাং বাজেটে আয়-ব্যয়ের চেয়ে আর্থিক নীতি বেশি গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ২০২১-২২ সালের জাতীয় বাজেট তৈরির কাজ শুরু হয়ে গেছে, যা আগামী জুন মাসে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সরকার আসন্ন বাজেটের রূপরেখা নিয়ে বিভিন্ন অর্থনৈতিক গবেষণাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজসহ বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে আলাপ-আলোচনা করছে। ব্যক্তি, ব্যবসায়ী সংগঠন ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোও নানাভাবে তাদের মতামত উপস্থাপন করছে। সবারই আকাঙ্ক্ষা থাকে, বাজেট যেন জনবান্ধব হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us