বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল। এটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হিসেবে বরাদ্দ। ডায়রিয়া ওয়ার্ডে মহিলা ও পুরুষ মিলিয়ে শয্যা সর্বসাকুল্যে ৪টি। কিন্তু ভর্তি ৫৪ জন রোগী। একই শয্যায় একাধিক রোগী তো বটেই, এমনকী উপচে পড়েছে মেঝেও। তাতেও যখন সংকটের সমাধান হচ্ছিল না, তখন হাসপাতাল ভবনের সামনে সামিয়ানা টানিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে ডায়রিয়া রোগীদের। ব্যাপক ভোগান্তির মধ্যেও ওষুধ ও স্যালাইন সংকটের কথাও জানিয়েছেন রোগীর স্বজনরা।