করোনা আতঙ্কে সংকট মোকাবিলায় ব্যক্তিগতভাবে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনে ঘরে মজুত রাখার হিড়িক পড়েছে। অগ্নিনিরাপত্তা বিশ্লেষকদের মতে, ঘরে অতিমাত্রায় অক্সিজেন সিলিন্ডার রাখা বিপজ্জনক। আর চিকিৎসকরা বলছেন, ঘরে সিলিন্ডার রেখে শুধু অক্সিজেননির্ভর চিকিৎসা জীবনহানিরও কারণ হতে পারে।
রাজধানীর মেডিকেল সরঞ্জমাদির বাজারে এখন অক্সিজেন সিলিন্ডারের চাহিদা ব্যাপক। প্রতিটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ হাজারে। এগুলোর ক্রেতা শুধু মেডিকেল সংশ্লিষ্ট নয়। নানা সংকটে করোনা সংক্রমণ মোকাবিলায় ব্যক্তিগতভাবেও অনেকে মজুত রাখছেন অক্সিজেন সিলিন্ডার। এতে চাহিদা বেড়েছে ব্যাপক।