মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এসব অঞ্চলের মধ্যে পাকিস্তানে মানবাধিকারের লঙ্ঘন, সংখ্যালঘুদের অবস্থাসহ বেশ কিছু বিষয়ও তুলে ধরা হয়েছে। বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে পাকিস্তান বিষয়ক অধ্যায়ে দেশটিতে ‘সহিংসতার হুমকি, কিংবা সংবাদকর্মীদের বিনা বিচারে গ্রেপ্তার করা বা মামলা করা, সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্য দমনের জন্য আইনি ব্যবস্থা নেওয়া এবং ওয়েবসাইট বন্ধ করার মতো বিষয়গুলো উঠে এসেছে।’