ফ্রান্সের কমিউনিস্ট পার্টি, রাজনীতিতে সক্রিয় হচ্ছে

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ০৬:৫০

ফ্রান্সের একদা প্রভাবশালী কমিউনিস্ট পার্টি, ২০২২ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে প্রথম একজন প্রার্থী দেবার কথা ভাবছে, যে সিদ্ধান্তকে অনেকেই এই পার্টি'র অস্তিত্ব বজায় রাখার জন্য জরুরি বলে ভাবছেনI


এই কমিউনিস্ট পার্টির সম্ভব্য প্রেসিডেনশিয়াল পদপ্রার্থী হচ্ছেন ফাবিয়েন রুসেল, যিনি একজন প্রাক্তন সাংবাদিক এবং সৌখীন জেলেI ২০১৮ সাল থেকে তিনি এই পার্টির সঙ্গে জড়িতI দলীয় সভায় সম্প্রতি তাঁর প্রতি জোরালো আস্থা ব্যক্ত করা হয়I


ফাবিয়েন রুসেল জানান, ফরাসি জনগণকে তিনি আশার এক কর্মসূচি দিতে চান, যা শুধু করোনা সংক্রমণকে পরাস্ত করার জন্য নয়, তাঁর কর্মসূচি বেকারিত্ব, দারিদ্র এবং অসমতা দূর করার লক্ষ্যে নেয়া হবে বলে তিনি জানানI

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us