মহিলাদের সাজগোজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নেইল পলিশ। অনুষ্ঠানবাড়ির ভারী মেকআপ হোক বা প্রতিদিনের হালকা সাজগোজ, আঙুলে রঙের ছোঁয়া না থাকলে যেন পুরোটাই মাটি হয়ে যায়। কিন্তু তাড়াহুড়োর সময় পোশাকের সঙ্গে ম্যাচ করে নেইল পলিশ লাগানো সত্যিই একটা বড় সমস্যা। শেষ মুহূর্তে নেইল পলিশ লাগাতে গিয়ে সব ঘেঁটে একশেষ হয়ে যাওয়ার করুণ অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই। আঙুলে লাগানোর পর ঘেঁটে যাওয়া নেইল পলিশ দেখতে যে কী খারাপ লাগে, সেটা যার হয় তিনিই ভালো জানেন। আর সেই ঘেঁটে যাওয়া নেইল পলিশের দাগ যদি লাগে জামাকাপড়ে, তাহলে দুঃখের কথা বলে কাজ নেই।