হাইড্রোজেনের সবচেয়ে বড় ব্যবহারকারী জ্বালানি শোধনাগারগুলো৷ পেট্রোল বা ডিজেল থেকে গন্ধক বের করতে এক একটি কারখানায় কয়েক হাজার টন হাইড্রোজেন ব্যবহার হয়৷ কিন্তু এতে বিপুল কার্বন ডাই-অক্সাইডের নির্গমনও ঘটে৷ এই অবস্থা বদলানোর চেষ্টা চলছে৷
হাইড্রোজেনের সবচেয়ে বড় ব্যবহারকারী জ্বালানি শোধনাগারগুলো৷ পেট্রোল বা ডিজেল থেকে গন্ধক বের করতে এক একটি কারখানায় কয়েক হাজার টন হাইড্রোজেন ব্যবহার হয়৷ কিন্তু এতে বিপুল কার্বন ডাই-অক্সাইডের নির্গমনও ঘটে৷ এই অবস্থা বদলানোর চেষ্টা চলছে৷
Join Priyo to discover more contents