এরশাদ সাহেব যখন বাংলা একাডেমিকে হুকুম দিলেন বাংলা বর্ষপঞ্জিটাকে ভারতের বাংলা বর্ষপঞ্জি থেকে স্বতন্ত্র করে বানানোর জন্য, তখন সেই হুকুমের পেছনকার মনস্তত্ত্ব পাঠ করতে বিশেষ কোনো বড় বিজ্ঞানী হওয়ার দরকার পড়ে না। কিন্তু এসব আলাপ খুবই ঝুঁকিপূর্ণ এবং বেহুদা। যে জিনিসটা আপনার বা আমার মতো অপেক্ষাকৃত ‘সাধারণ’ লোকও বুঝতে পারছি সেটা দেশের জাতীয় বুদ্ধিজীবী, একাডেমির পরিচালকবৃন্দ, সাংসদ সকলেরই সহজবোধ্য ছিল।