সাংবাদিকতায় হাসান শাহরিয়ার ছিলেন একজন সরব, সতেজ ও টগবগে মানুষ। আমুদে এই মানুষটি যেখানেই যেতেন—তার কর্মস্থল বা সামাজিক সমাবেশ—সেখানেই নিজেকে মধ্যমণি করে তুলতেন। তার বিচরণভূমি ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে। উচ্চকিত এই সদা-হাসিমুখ-মানুষটি যখন চিরকালের জন্য হারিয়ে গেলেন অসীমের পথে তখন যেন এক অন্য হাসান শাহরিয়ার।