‘মঙ্গল আলোর’ আশা নববর্ষের প্রভাতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ১১:২৩

মহামারীর যে অন্ধকার জেঁকে বসেছে পৃথিবীতে, নববর্ষের নতুন সূর্য এবারও তাতে আলো ফেলতে পারেনি। তবে অন্ধকারের উৎস থেকেই যে আলো আসবে, বাংলা নতুন বছরের সূচনায় মানুষের জন্য সেই চিরন্তন সত্যই তুলে ধরেছে সঙ্গীতায়ন ছায়ানট।


পহেলা বৈশাখের প্রথম প্রভাতে মহামারী ক্লান্ত মানুষের সামনে লড়াইয়ের উজ্জীবনী গান তুলে ধরে ছায়ানটের শিল্পীরা গাইলেন “আমি ভয় করব না, ভয় করব না। দু’বেলা মরার আগে মরব না ভাই, মরব না।”


নজিরবিহীন এই পরিস্থিতিতে আশার বাণী শুনিয়ে ছায়ানট সভাপতি সনজীদা খাতুন বলেন, “আমরা আশা করছি, অন্ধকারের উৎস থেকে আলো উৎসারিত হবেই। নতুন বছর বয়ে আনবে সর্বজনের জন্য মঙ্গলবার্তা। আলো আসবেই।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us