এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো...
যাক পুরাতন স্মৃতি
যাক ভুলে যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক
যাক যাক
এসো এসো...
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা
রসের আবেশ রাশি
শুষ্ক করি দাও আসি
আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুঁজঝটি জাল যাক, দূরে যাক যাক
যাক
এসো এসো...
-রবীন্দ্রনাথ ঠাকুর
উৎসব প্রিয় বাঙালির মন ভালো নেই। করোনা মহামারি তাদের এক ঘরে করেছে। সেই যে এক বছর আগে মরণ থাবা বসিয়েছিল প্রাণঘাতি ভাইরাস কোডিভ-১৯। এখন তা নানা মাত্রায় বেড়ে আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। মৃত্যু আর বিভীষিকার মধ্যে আমাদের নিত্য বাস। এমন কোনো দিন নেই যেদিন কারও না কারও প্রিয়জন হারানোর মর্মন্তুদ খবর শুনতে হয় না। হাসপাতালে রোগীর ঠাঁই হচ্ছে না। প্রতিটি বাড়িই যেন এক একটি হাসপাতালে পরিণত হয়েছে। মুমূর্ষু রোগীর শ্বাস নেয়ার জন্য অক্সিজেনের সংকট। অত্যন্ত ছোঁয়াচে করোনা ভাইরাস যেন আমাদের সবটুকু জীবনানন্দ কেড়ে নিয়েছে।