থাই গ্লাসের দরজার একপাশে মা, আরেক পাশে দানিয়েল

প্রথম আলো প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ১১:১১

দানিয়েলের বয়স মাত্র সাত মাস। মায়ের বুকের দুধ খায়। রাতে মায়ের বুকে ঘুমায়। তবে কয়েক দিন ধরে দানিয়েলের পৃথিবীটা পালটে গেছে। মা তানিয়া সুলতানা দানিয়েলকে কাছে যেতে দেন না। থাই গ্লাসের দরজার একপাশে মা, আরেক পাশে দানিয়েল—এভাবেই মা ও ছেলের দেখা হচ্ছে।


কিছুক্ষণ পরপর মায়ের অস্পষ্ট মুখটা দেখিয়ে নিয়েই দানিয়েলকে শান্ত রাখতে হচ্ছে।
করোনা পজিটিভ হয়ে তানিয়া ৬ এপ্রিল থেকে ঘরবন্দী। কৃষি ব্যাংকের কর্মকর্তা শুধু তানিয়া নন, ওয়ান ব্যাংকের কর্মকর্তা স্বামী কাজী ইলিয়াসেরও করোনা পজিটিভ। তিনিও বাসার আরেক ঘরে বন্দী।


গতকাল সোমবার সকালে মুঠোফোনে কথা বলার সময় তানিয়া সুলতানা বললেন, দানিয়েলেরও জ্বর, কাশি ছিল। চিকিৎসক তাকে দেখে বলেছেন সেও করোনা পজিটিভ। তবে ব্যথা পাবে বলে তার করোনা টেস্ট করেননি চিকিৎসক। তবে এক-দুই দিনের মধ্যে দানিয়েলের জ্বর কমে গেলে চিকিৎসক দানিয়েলকে আলাদা রাখার পরামর্শ দেন। তারপর থেকেই রাজধানীর বনশ্রীর বাসায় শুরু হয়েছে মা ও ছেলের যুদ্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us