মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত মাসেই ভারত সফরে আসেন। সফর চলাকালে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকে বসেন তিনি। কথিত রয়েছে, ওই বৈঠকে তিনি রাশিয়ার কাছ থেকে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনা নিয়ে আপত্তি তোলেন। কূটনৈতিক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, আপত্তিটিকে আমলে নিয়ে বিষয়টি সম্পর্কে নতুন করে ভাবতে বসেছে নয়াদিল্লিও।
পুরনো মিত্র ভারতের এ দোনোমনা ভাব টের পেয়ে ক্ষেপেছে রাশিয়াও। মস্কো এখন কূটনৈতিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারতের চিরবৈরী পাকিস্তানের সঙ্গে। অবস্থা পর্যালোচনায় হিমালয় অঞ্চলের ভূরাজনীতিতে আরেক দফা নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন পর্যবেক্ষকরা। তারা বলছেন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর অর্থ হলো রাশিয়ার কাছ থেকে ভারতের দূরে সরে যাওয়া। সেক্ষেত্রে এস-৪০০-এর চালান ভারতের বদলে পাকিস্তানে চলে যাওয়াটাও বিচিত্র কিছু নয়।