বাড়ছে শিশু রোগী, বেডের অভাবে নাভিশ্বাস

এইসময় (ভারত) প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ০৮:০১

শিবপুরের বছর পাঁচেকের শিশুর ছোট থেকেই অ্যাজমার সমস্যা। বাবা কোভিড আক্রান্ত হওয়ার পর বাড়ির সকলে টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে শিশুটির। দিন চারেকের মাথায় শ্বাসকষ্ট শুরু হতে চিকিৎসক ওই শিশুকে হাসপাতালে ভর্তি করাতে বলেন। 'পজিটিভ' রিপোর্ট দেখে কলকাতার দু'টি শিশু হাসপাতাল-সহ চার-পাঁচটি বড় বেসরকারি হাসপাতালও গত সপ্তাহে ভর্তি নেয়নি ওই শিশুকে। এমনকী, ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতাল কিংবা হাজরার চিত্তরঞ্জন সেবাসদনের মতো সরকারি হাসপাতালও তাকে ফিরিয়ে দেয়। শেষে শিশুর ঠাঁই হয় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে।

টালিগঞ্জের বছর আটেকের কোভিড পজিটিভ একটি মেয়ের আবার ঠাঁই মেলেনি মুকুন্দপুরের ওই হাসপাতালও। 'বেড খালি নেই' বলে ফিরিয়ে দেওয়া হয়। শহরের অন্য পাঁচটি নামকরা বেসরকারি হাসপাতাল অবশ্য খালি বেডের অভাবের জন্য নয়, ওই শিশুকে ফিরিয়ে দেয় 'শিশুদের কোভিড বেড নেই' কারণ দর্শিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us