টেবিল টপার ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান ১৪, শিরোপা লড়াইয়ে টিকে থাকতে সব ম্যাচ জিতলেই হবে না, প্রয়োজন পড়বে ভাগ্যের সহায়তাও- এমন অবস্থার সামনেই দাঁড়িয়ে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেড।
রোববার রাতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে এমন জটিল সমীকরণ মাথায় রেখে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়ে গিয়েছিল ওলে গানার সুলশারের শিষ্যরা। ম্যাচের ৫৬ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল তারা। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যান ইউ।